Saturday, January 4, 2014

তোমরা যারা আমার জন্মদিনে উইশ কর

দেখতে দেখতে জীবনের আরেকটি বয়সের সিঁড়ি পার হলাম। পা রাখলাম নতুন এক বছরে।এই অল্প বয়সেই দেখেছি আমার প্রতি তোমাদের ভালবাসা, উৎফুল্লতা। এ জন্য তোমাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ।

২৩ শে ডিসেম্বর, ১৯৫২, সিলেটে ভোরের আলো ফোটার সাথে সাথে আমার জন্ম হল। বাবা আমার নাম রাখলেন," বাবুল"

ছেলে বেলায় আমার জন্মদিন পালনকালে সবাই যখন " হ্যাপি বার্থ ডে বাবুল" বার্থ ডে সং গাইত তখন নিজেকে কেমন যেন আবুল আবুল মনে হত। 

যাক সে কথা, ৬০ বছর পেরিয়ে এখন আমি ৬১ বছরের যুবক। হ্যাঁ! ৬১ বছরের যুবক এখন আমি। তাইতো এই তারুণ্য আমি ধরে রেখেছি আমার চেতনায়, বাগ্মীতায়, চাহনিতে। কারণ আমি জানি, " দেহের বয়স বয়স নয়, মনের বয়সই প্রকৃত বয়স"

No comments:

Post a Comment