Saturday, January 4, 2014

চেতনার বড়ি এনে দিল সেই কাংখিত দড়িঃ

অনেক দেড়ি হলেও কাদের মোল্লার ফাঁসি বিষয়ক কলাম লিখতে পেরে ভালো লাগছে।যদিও জামাত শিবির তার মৃত্যুদন্ডকে হত্যা বলছে। কিন্তু আমি বলব হত্যা হোক আর মৃত্যুদন্ড হোক জামাত মারা যাওয়ার মানে হল আমার চেতনার প্রশান্তি। তাইতো আজ আমার মনে হচ্ছে অনেকদিন পর নিচ্ছি বুক ভরে চেতনার অক্সিজেন। তার এই ফাঁসির দড়ির চেতনার আগুনে যে ঘি ঢেলে দিয়েছ তোমারাই,হে প্রজন্ম। 

তার মৃত্যুর ফটো পত্রিকায় দেখলাম। সায়ানোসিসে রাঙ্গানো তার মুখ। কিন্তু নেই টাঙ্গ ডেভিয়েশন।আমি অবাক হয়েছি, একজন রাজাকার কিভাবে এত সুখের মরণ নিতে পারে!!!
সাধারনত, হ্যাংগিঙ্গে মরণের পর টাঙ্গ ডেভিয়েশন হবে, ব্লিডিং হবে নাকে মুখে। কিন্তু এ কি দেখলাম!!!তার সেসব নেই। তাহলে কি জল্লাদের চেতনার মরণ হল সেখানে!!!! নাকি অলৌকিকতার সাথে জামাত-শিবিরের আতাত!!!

হত্যা কিংবা মৃত্যুদন্ড যেটাই হোক কিংবা হোক আরও অদৃশ্যতার খেলা, স্বাধীন বাংলায় জামাতের কারো পরলোকগমন মানেই চেতনার পতাকা পতপত করে উড়া।

চাইনা দেখিতে এমন মধুর মরণ যেমন দেখেছি ঐ কাদের
চেতনা দিয়ে তেতুল খেয়ে রুখতে হবে তাদের ।

No comments:

Post a Comment